মালদা

বিরোধী শূন্য করতে না পারায় কোপের মুখে আমলারা- মন্তব্য দিলীপ ঘোষের

বৃহস্পতিবার সকালে দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে মালদায় এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন মালদা স্টেশনে নেমে বিজেপির এই হেভিওয়েট নেতা চলে যান দলীয় কার্যালয়ে। এরপর সেখান থেকে তিনি মালদা শহরের রথবাড়ি মোড়ে থাকা দুর্গাকিংকর সদনে যান। সেখানে জেলা বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত বিজেপি জনপ্রতিনিধিদের জন্য এক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে রাজ্য সভাপতি ছাড়াও হাজির ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে ভাষন রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, রাজ্যে শাসক দলের সন্ত্রাস শুরু হয়েছে তারি নমুনা দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায়। সেই সমস্ত ঘটনা তুলে ধরে নব নির্বাচিত এই সকল জনপ্রতিনিধিদের সচেতন করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এই সভা শেষে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, রাজ্যে নিরাপদ কেউ নেই। রাজ্যে বিরোধী শূন্য করার প্রক্রিয়া ইতিমধ্যেই পুরুলিয়া থেকে শুরু হয়েছে। সেখানে বিজেপি কর্মীদের খুন করার পর ময়নাতদন্তের আগেই জেলার এসপি জানিয়ে দিচ্ছেন এটা আত্মহত্যা তা সত্যি ভয়ঙ্কর ব্যাপার। সেই সঙ্গে এক প্রশ্নের উত্তরে বিজেপি সভাপতি জানান, দিদি চেয়েছিলেন রাজ্যে বিরোধী শুন্য হোক। কিন্তু মানুষ বিরোধীদের নির্বাচিত করেছেন যার কারণে সেই সমস্ত এলাকার আমলারা দিদির কথা রাখতে পারেননি তাদের উপর কোপ পড়েছে। শুধু আমলারা নয় এমন মন্ত্রী থেকে নেতা কর্মী সকলেই দিদির কোপে পড়েছেন যারা রাখতে পেরেছেন তারা পুরস্কৃত হয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন বিভিন্ন দলের নেতা কর্মীর জন্য তাদের দরজা সবসময় খোলা রয়েছে। যে কেউ আস্তে চাইলে আস্তে পারে। তবে জেলার কংগ্রেসের দুই সাংসদ তৃণমূলে যাওয়ার ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, জেলার কংগ্রেসের নেতৃত্বরা সবসময় নিজেকে অসহায় মনে করেন, কারন দুর্বল প্রানী সবসময় অন্যের উপর নির্ভরশীল। তাই তারা নিজেদের সিট বাঁচাতে অন্যের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/6gLxR3emDEY